LIVE TV

PaidVerts

মেয়েকে দেখতে ৩০ লাখ ডলার




ইব্রাহিম শরীফ মুন্না 
হলিউডের চিত্রনায়ক টমক্রুজ ৩০ লাখ ডলার ব্যয় করে একটি জেট বিমান ভাড়া করেছেন। ওই বিমানে করে তার কন্যাকে ৭ম জন্মদিনে নিউইয়র্ক থেকে কালিকানিয়ার হলিউডে আনা হবে। টমক্রজের মেয়ের নাম সুরি। আগামী ১৮ এপ্রিল তার ৭ম জন্মদিন। খবর হিন্দুস্তান টাইমসের।

টমক্রুজ তার মেয়ের জন্য এমন কিছু নেই যা করতে পারেন না। এক্ষেত্রে ৩০ লাখ ডলার তো কোনো ব্যাপারই না। জন্মদিনে কন্যাশিশুর প্রতি তার ভালোবাসা প্রকাশের জন্য তিনি ইতোমধ্যেই একটি জেট বিমান ভাড়া করেছেন। দেখতে হবে না, সুরির বাবা কে? বলিউড স্টার বলে কথা। 
উল্লেখ্য, সুরির মায়ের নাম ক্যাটি হোমস। তার সঙ্গে বলিউড স্টার টমক্রুজের বিয়েবিচ্ছেদ হয়ে গেছে। ৭ বছরের সুরি এখন তার মায়ের সঙ্গেঁ নিউইয়র্কে থাকে।

quick URN Mony!!!

PaidVerts

Pages